গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার-১ ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী তিনটি ট্রেন প্রায় দেড় ঘণ্টা বিলম্বে যাত্রা করে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত পৌনে ৭টার দিকে মশাখালী স্টেশনের শীলা রেলব্রিজ এলাকায়।

স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার-১ ট্রেন শীলা রেলব্রিজ পার হয়ে মশাখালী স্টেশনে প্রবেশের পূর্বে ইঞ্জিনে আগুন ধরে ট্রেন থেমে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত নামতে গিয়ে অনেক যাত্রী আহত হয়। এ সময় কাওরাইদ স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর যমুনা এক্সপ্রেস ও গফরগাঁও স্টেশনে ঢাকাগামী মহুয়া ট্রেন আটকা পড়ে। পরে মহুয়া ট্রেনের ইঞ্জিন গিয়ে দুর্ঘটনা কবলিত জামালপুর কমিউটার ট্রেনটিকে টেনে মশাখালী স্টেশনে নিয়ে যায়। এতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বিলম্বিত হয়।

মশাখালী রেলওয়ে স্টেশন মাস্টার মোয়াজ্জেম হোসেন বলেন, শীলা রেলব্রিজ পার হওয়ার পরেই জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে মহুয়ার ইঞ্জিন এসে ট্রেনটিকে টেনে আমার স্টেশনে নিয়ে আসে।

Share this post

scroll to top