মো. আব্দুল কাইয়ুম : আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে জেলার ৮৯ জন প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে।
সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ১৩টি উপজেলার ৮৯জন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হাতে ট্যাবলেট পিসি তুলে দেন। নতুন প্রজন্মকে প্রাথমিক ধাপ থেকে আধুনিক, তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে তোলার কার্যক্রমের আওতায় তোলতে প্রাথমিক শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরনের পর জেলা-উপজেলার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ট্যাবলেট পিসি তুলে দেয়ায় আরেক ধাপ এগিয়ে গেল প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।
ট্যাবলেট পিসি বিতরনকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলেন, কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরনের ফলে মানসন্মত শিক্ষা বাস্তবায়নে ই-মনিটরিং, সফটওয়্যারের মাধ্যমে বিদ্যালয় মনিটরিং এবং সুপারভিশন করা সম্ভব হবে।