স্টাফ রিপোর্টার : ময়মনসিংহেএক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানাযায়, মুক্তাগাছা উপজেলার ঘোষবাড়ি এলাকার জোৎসনা বেগম (২৮) নামে দুই সন্তানের জননী এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আবু হানিফ। এঘটনায় নিহতের মা শাহিদা খাতুন বাদি হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করলে ৮ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, রফিকুল ইসলাম, কামাল হোসেন, শামলা খাতুন, বেদেনা খাতুন, লিলি আক্তার, সিদ্দিক মিয়া, শামছুন্ননাহার ও কামরুজ্জামান।
বৃহস্পতিবার সকালে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুক্তাগাছা থানার ওসি মোঃ মাহমুদ আলী জানান, ১০ বছর আগে উপজেলার বিরুদবাড়ি মালপুল এলাকার রহিমের কন্যা জোৎসনার সঙ্গে একই উপজেলার ঘোষবাড়ি এলাকার আবু হানিফের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে স্বামীসহ তার পারিবার। এরই জেরধরে গতকাল রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করেন গৃহবধুর পরিবার। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। স্বামী আবু হানিফ পলাতক রয়েছে।