স্টাফ রিপোর্টার : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় রাকিবুল হাসানকে বুধবার বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। অপরদিকে বুধবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও বরণ করে নেয়া হয় রাকিবুলকে।
সংবর্ধনায় জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ফুল দিয়ে রাকিবুলকে বরণ করে তাকে ক্রেস্ট দেওয়া হয়।
সকালের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা ক্রিকেট পরিচালনা কমিটির সমন্বয়কারী শওকত জাহান মুকুল, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও নানা শ্রেণি-পেশার মানুষ ছিলেন। রাকিবুলকে এক নজর দেখতে ক্রিকেটপ্রেমীরা মাঠে ভিড় জমায়।
অপরদিকে বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরণ করে নেয়ার সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্বজয় করা বাংলাদেশের এ স্পিনারের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছেন তিনি। ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি।