বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ “ল” স্টুডেন্টস এলায়েন্সের সাবেক সভাপতি ও তারেক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল মিয়ার পরিবারের ওপর ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে তারেক পরিষদ ময়মনসিংহ জেলা শাখা।
সোমবার বেলায় ১১টায় ময়মনসিংহ শহরের গোলপুকুর পাড় মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন তারেক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন তারেক পরিষদের অনান্য সিনিয়র নেতৃকর্মীরা।
হামলাকারীদের গ্রেফতার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, সোহেল মিয়া বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এটাই তার আপরাধ? তার রাজনৈতিক অবস্থানের কারণেই কিছুদিন আগে তার পিতার একটি মার্কেট দখল করে নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
প্রসঙ্গত, মঙ্গলবার ১০-১২ জন তার ময়মনসিংহের বাসার ভেতরে প্রবেশ করে হুমকি এবং ভাংচুর করে বলে জানিয়েছে তার পরিবার।