গ্যাসের আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের হতাহত ৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাহেবপাড়ার একটি বাড়িতে গ্যাসের আগুনে এক পরিবারের আটজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে এক বৃদ্ধা মারা গেছেন।

নূরজাহান বেগম (৬০) নামের ওই বৃদ্ধা সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে অগিকাণ্ডের এ ঘটনায় ওই বৃদ্ধার পরিবারের আটজন দদ্ধ হন। দগ্ধদের মধ্যে বৃদ্ধা নূরজাহানসহ অপর একজনের শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নূরজাহানসহ অপর একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে বৃদ্ধা মারা যান।

তিনি আরো জানান, ভোর সাড়ে ৫টার দিকে ইলিয়াস নামে পরিবারটির এক আত্মীয় সিগারেট ধরাতে গেলে অগ্নিকাণ্ডের উৎপত্তি ঘটে।

Share this post

scroll to top