রংপুরের মিঠাপুকুরে ৫২ দিন বয়সী এক মেয়ে শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। আর এতে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে শিশুটির মাকে।
এ খবর নিশ্চিত করেছে মিঠাপুকুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাফর আলী বিশ্বাস।
তিনি বলেন, মিঠাপুকুরের সাল্টিগোপালপুরের গোপীনাথপুর সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
শুক্রবার অভিযোগ পাওয়ার পর ওই মাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
বিশ্বাস বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান।