সন্তানের জন্য চিপস কিনে ফেরার পথে নারী ধর্ষিত, আটক ১

ভোলার দৌলতখানে বুধবার রাতে হালিমা খাতুন কলেজ ক্যাম্পাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর বরাত দিয়ে দৌলতখান থানার ওসি সাদেকুর রহমান জানান, একটি বেসরকারি ক্লিনিকের কর্মচারী ৩৫ বছর বয়সী ওই নারী রাত ৯টার দিকে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। দুই সন্তানের জননী ওই নারী তার সন্তানদের জন্য বিস্কুট ও চিপস কিনতে হালিমা খাতুন কলেজের সামনে অটোরিকশাসহ থামেন। এ সময় দুই যুবক অটোরিকশায় থাকা ওই নারীকে কথা আছে বলে কলেজের ভেতরে নিয়ে জোর করে হাত-পা বেঁধে ধর্ষণ করে। পরে তার চিৎকার শুনে অটোরিকশা চালক ও অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। সূত্র : ইউএনবি।

Share this post

scroll to top