টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত কনস্টেবলের বাড়ি ময়মনসিংহে

ময়মনসিংহ লাইভ ডেস্ক : টাঙ্গাইলে ট্রাকচাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাইদুল ইসলাম (৩৬)। তার বাড়ি ময়মনসিংহে। তিনি টাঙ্গাইল সদর ট্রাফিকের কনস্টেবল হিসেবে দ্বায়িত্বরত ছিলেন।

এ ব্যাপারে এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লি‌শের এসআই আদম আলী বলেন, সকালে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছিলেন সাইদুল। এ সময় উত্তরবঙ্গগামী একটি ট্রাক চাপা দেয় তাকে। পরে আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this post

scroll to top