অমর একুশে গ্রন্থমেলায় আসছে ‘ অদৃশ্য দেয়াল’ উপন্যাস

তানিউল করিম জীম : অমর একুশে গ্রন্থমেলায় আসছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের (বাকৃবি) মহিলা সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ শিমুর লেখা উপন্যাস ‘অদৃশ্য দেয়াল’ । মঙ্গলবার (২৮ শে জানুয়ারি) দুপুরে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

শব্দশৈলি প্রকাশনী থেকে এবার অমর একুশে গ্রন্থমেলায় ‘অদৃশ্য দেয়াল’ বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন হিমেল হক। এর আগে লেখকের লেখা  কাব্যগ্রন্থ ‘স্পর্শিতা’ ও উপন্যাস ‘শেষ পৃষ্ঠা’ ২০১৯ একুশে বই মেলায় প্রকাশিত হয়। আদিত্য অনিক প্রকাশনী হতে বই দুটি প্রকাশিত হয়। শেষ পৃষ্ঠা উপন্যাসটি আদিত্য অনিক প্রকাশনীতে সর্বাধিক বিক্রিত বইয়ের মর্যাদা লাভ করে।

বইটি সম্পর্কে লেখক বলেন, জীবনের ঘটনা-প্রবাহগুলো রহস্যের জালে আটকে থাকে। সমাজের বিভিন্ন বিষয় আছে  যেগুলো প্রকাশিত হয় না। সেই সব বিষয়গুলো সাবলীল ভাষায় বইটিতে সামাজিকতা, রোমান্টিকতা, ভয় ও রহস্যর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়া জীবনের অনেক বিষয় আছে দেয়ালের আড়ালে রয়ে যায়। উপন্যাসটি পড়ে পাঠক জীবনের সেই সব অদৃশ্য দেয়ালের বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। ইতিমধ্যে বইটির প্রি অর্ডার শুরু হয়েছে। বই মেলায় বইটি শব্দশৈলি প্রকাশনীর ২৫৬ থেকে ২৫৯ নং স্টলে পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে বিশ^বিদ্যালয়ের পশুপুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন, বাকৃবি মহিলা সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top