স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে ময়মনসিংহে প্রশিক্ষণরত প্রাথমিক শিক্ষকদের ছুটি বুধবার (২৯ জানুয়ারি) নির্ধারিত করা হয়েছিল। তবে সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সেই ২৯ তারিখের ছুটি পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত ছুটির তারিখ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। এর ফলে ২৯ তারিখ বুধবার সকল কার্যক্রম যথারিতি চলবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বাংলাদেশ ডিপিএ বোর্ড, ময়মনসিংহ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, এর আগে পূজার কারণে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পুননির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচনের তারিখ ৩০শে জানুয়ারির বদলে পহেলা ফেব্রুয়ারি ২০২০ নির্ধারণ করা হয়েছে।