বাকৃবি প্রতিনিধি : প্রতিবারের ন্যায় এবারও দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আমাল ফাউন্ডেশন। গত এক সপ্তাহে কনকনে শীতে দেশের বিভিন্ন জেলায় অসহায় দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন সংগঠনের কর্মীরা। ফরিদপুর, পটুয়াখালি, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলার ২ হাজার পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে আমাল ফাউন্ডেশনের প্লানিং ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছি। প্রতিবারের ন্যায় এবারও সারাদেশে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা মনে করি শিক্ষা যেমন মানুষের একটি মৌলিক অধিকার, তেমনি বস্ত্রের অধিকারও একটি অত্যাবশ্যকীয় মৌলিক অধিকার। তাই সকলের সহযোগিতায় আমরা সর্বাত্বক চেষ্টা করেছি সমাজের অসহায় শীতার্ত মানুষদের মাঝে খানিকটা উষ্ণতার পরশ বুলিয়ে দিতে।’
উল্লেখ্য, আর্তমানবতার সেবায় ক্ষুধা-দারিদ্র ও বিভিন্ন কারণে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূলদের আলোকিত করার উদ্দেশ্যে ২০১৪ সালে আমাল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।