স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একেরপর এক আদালতের দেয়া সাজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে পারেনি ময়মনসিংহ বিএনপি। মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজার মোড় এলাকায় বিক্ষোভ মিছিল কারার সময় পুলিশের বাঁধায় মিছিল করতে পারেনি বিএনপি নেতাকর্মীরা। এসময় মহানগর বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে কোতোয়ালী মডেল থানা হেফজতে নেওয়া হয়।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক উজ্জল কান্তি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির নেতা শেখ আমজাদ আলীসহ অন্যান নেতাকর্মীরা বিক্ষোভের চেস্টা করছিল। এসময় পুলিশ তাকে আটক করেছে। তখন তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে ভাংচুর ও নাশকতার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।