স্টাফ রিপোর্টার : চলতি জানুয়ারিতে বাংলাদেশের শীর্ষ আলেমদের পদভারে মুখরিত হবে ময়মনসিংহ জেলা।
আগামি ১৮জানুয়ারি (শনিবার) ময়মনসিংহ জেলার গৌরিপুর জামিয়া রহমানিয়া দারুল উলুম রামগোপালপুরের বার্ষিক ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন,বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড ও হাইয়্যাতুল উলয়ার চেয়ারম্যান,দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারীর মুহতামিম আল্লামা শাহ্ আহমদ শফী।
জামিয়া রহমানিয়া দারুল উলুমের শিক্ষা সচিব মুফতি আব্দুল গণি বলেন, আলহামদুলিল্লাহ অনেক বড় প্রোগ্রাম, সকলের নিকট সফলতা কামনা করছি।
আল্লামা শফী অসুস্থতার বিষয়ে প্রশ্ন করা হলে মুফতি আব্দুল গণি বলেন, আমরা সবসময় যোগাযোগ রক্ষা করে চলছি,আলহামদুলিল্লাহ হুজুর এখন সুস্থ, ইনশাআল্লাহ আগামি ১৮ তারিখ দুপুরের ভিতরে হুজুর আমাদের মাহফিলে আগমন করবেন। মাদ্রাসা প্রাঙ্গণে মাহফিল চলবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
অপর দিকে এর এক সপ্তাহ পর ২৫জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় ঐতিহাসিক আঞ্জুমান ঈগাহ্ ময়দানে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সীরাতুন্নাবী সা.সম্মেলন অনুষ্ঠিত হবে। ইত্তেফাকের মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,দারুল উলুম দেওবন্দ ভারতের তাহাফ্ফুজে খতমে নবুওয়তের বিভাগীয় প্রধান আল্লামা শাহ্ আলম গৌরখপুরী এবং দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারীর শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বারিধারা মাদ্রাসার মুহতামিম মাওলানা নূর হুসাইন কাসেমী। যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান। কলকাতা ভারতের মাওলানা সোহরাব আলী খাঁন কাসেমী। মুফতি নজরুল ইসলাম কাসেমী। মাওলানা উবাইদুর রহমান খাঁন নদভী। মাওলানা মাসউদুল করীম। মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আইয়ুবী প্রমুখ। তথ্যসূত্র-আওয়ার ইসলাম