ময়মনসিংহে প্রচন্ড শীতে জনজীবন স্থবির

কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ওঠানামা করছে। ফলে শীত অনুভূত হচ্ছে আরও বেশি। শীতের এই প্রকোপ আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ময়মনসিংহে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ডিগ্রি সেলসিয়াস। ফলে কুয়াশার চাদরে ডেকে আছে ময়মনসিংহ নগরী,সকাল ৮টাতেও হেডলাইট জালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। শীতের এই প্রকোপতায় সাধারণ অসহায়দের জীবন হয়ে উঠছে আরো বিপর্যস্ত।

সারেজমিনে গিয়ে দেখা যায়, কোন শীতের কাপড় না থাকায় পাতলা কাপড় দিয়ে দিয়ে শরির ঢেকেই ফুটপাতে শুয়ে আছে তারা। ফুটপাতে শুয়ে থাকা একজন বলেন, শীতের কম্বল সবাই পায়, কিন্তু আমি দুর্বল বলে কাড়াকাড়ি করে আনতে পারি না।

গণমাধ্যমকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন ৬-১৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৮-২৫ ডিগ্রির মধ্যে উঠানামা করছে।
আজ চট্টগ্রামে ১৩, সিলেটে ১২.৩, রাজশাহীতে ১০.১, রংপুরে ৯.৫, খুলনায় ১১.৮ এবং বরিশালে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়ছে।

Share this post

scroll to top