ভারতের রাজধানী নয়া দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের উপর হামলার পর থেকেই উত্তাল ভারত। রোববার ওই হামলার পর থেকেই জায়গায় জায়গায় চলছে প্রতিবাদ।
সোমবার মুম্বইতে অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নো, জোবা আখতারের মতো বলিউডের শিল্পীদের পথে নামতে দেখা গিয়েছে। আর মঙ্গলবার খাস জেএনইউ-তে পৌঁছে গেলেন দীপিকা পাডুকোন।
‘ছপক’ ছবির প্রোমোশনের ব্যস্ততা কাটিয়েই এদিন তিনি গাড়ি নিয়ে সোজা জেএনইউ-তে চলে যান। সেখানে ছিলেন কানহাইয়া কুমার, ঐশী ঘোষ। বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের কথা শোনেন তিনি।
এরপরই বিজেপি নেতা তাজিন্দর বাগ্গা ট্যুইটারে লেখেন, টুকরে টুকরে গ্যাং আর আফজল গুরুকে সমর্থন করার জন্য দীপিকার ছবি বয়কট করা উচিৎ।
এ দিকে সোমবার মুম্বইয়ে জেএনইউ তাণ্ডবের প্রতিবাদে যে মিছিল হয়েছিল তাতে যোগ দিয়েছিলেন অনুরাগ কাশ্যপ, অনুরাগ বসু, তাপসী পান্নু, গহর খান, বিশাল ভারদ্বাজ, রিচা চাড্ডা, আলি ফজল, রীমা কাগতি, দিয়া মির্জা-সহ বলিউডের বেশ কিছুচেনা মুখ। অনিল কপূর এবং আদিত্য রয় কপূরও মঙ্গলবার এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন।