ময়মনসিংহে গত দুই দিনে বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
৫ জানুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করে একটি পাইপ গান, ১ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ৪০.৫০ গ্রাম হিরোইন, আটটি ইঞ্জেকশন, ৪৪৭টি ইয়াবাসহ ২৭টি উদ্ধারজনিত মামলায় মোট ৩২ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৩৮ জন এবং নিয়মিত মামলায় ২৭ জনসহ মোট ৯৭ জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।