ময়মনসিংহে ৩২ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১০৩

ময়মনসিংহে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ৩২ মাদক ব্যবসায়ীসহ মোট ১০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে পৌনে দুই কেজি গাঁজা, ১৩২ গ্রাম হিরোইন, ৩৬৬ পিস ইয়াবা ও ৪৬ লিটার চোলাই মদসহ ৩২ মাদক ব্যবসায়ী, ১১ জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত ৪২ আসামি এবং নিয়মিত মামলায় ১৮ জনসহ মোট ১০৩ জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Share this post

scroll to top