ভোলায় ২০ মণ জাটকা ইলিশ জব্দ

ভোলার মনপুরা থেকে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার ভোরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পূর্বপাশের পুতার ঘাট মৎস্য আড়ৎ থেকে জাটকাগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

মনপুরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জুলফিকার হায়দার জানান, মৎস্য বিভাগের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে সোমবার ভোরে আড়তে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করে। পরে এগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

এছাড়াও মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫ মণ কারেন্ট জাল জব্দ করে করে পুড়িয়ে ফেলা হয়েছে।

Share this post

scroll to top