স্টাফ রিপোর্টার : বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো হয়।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ময়মনসিংহ জেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউডিসি এর উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।
জেলা প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা হকসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।