ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে প্রধানমন্ত্রী

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী ও পুণর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত পুণর্মিলনীর অনুষ্ঠানটির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের সিনিয়র নেতবৃন্দ, দলীয় ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত আছেন।

এর আগে সকাল সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা হয়।

Share this post

scroll to top