স্টাফ রিপোর্টার : ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের ঘোর বিরোধীতা করে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
শনিবার ময়মনসিংহে ইভএম মেলা উদ্বোধনের পর মহানগর শাখা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে জানান, সরকারি দল ছাড়া দেশের সকল রাজনৈতিক দলে ইভিএম ব্যবহারে তীব্র আপত্তি থাকা সত্বেও সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিতভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের জন্যে ইভিএম মেলার আয়োজন করেছে। আমরা এই পদ্ধতি প্রত্যাখান করছি। এই ইভিএম মেলায় বিএনপিকে অবহিত না করায় তারা সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন।