স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন ময়মনসিংহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল গোটা শহর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ ছাত্রদল পৃথক পৃথক মিছিল ও আলেঅচনা সভার আয়োজন করে।
বুধবার বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান ও ব্যানার ফেস্টুন দেখা গেছে।
এদিকে ময়মনসিংহ উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফ রায়হান হলুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার আকন্দ, জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আমিনুল হক ভূইয়া ইথেন, মাসুদুল আলম মাসুদ, মোশাররফ বিশ্বাস, আরিফুল হক, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম হিমেল, শেখ মিজানুর রহমান সোহাগ, সহ-সাধারন সম্পাদক আনিসুজ্জামান শুভ, প্রচার সম্পাদক রাসেল আহমেদসহ অনেকে।
অপরদিকে ময়মনসিংহ জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তাপস সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু দাঊদ রায়হান এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক শেখ আমজাদ আলী, জেলা বিএনপি (দক্ষিণ)’র যুগ্ন আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বি,এন, পির যুগ্ন আহ্ববায়ক একেএম মাহবুবুল আলম, সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের সভাপতি সাবেক জেলা ছাত্রদল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, জেলা যুবদল সাধারন সম্পাদক অ্যাড. দিদারুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল খান, সাবেক ছাত্রনেতা জামিলুর রহমান, মহানগর যুবদল নেতা শেখ নূরে আলম প্রমুখ।