স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ইভিএম মেশিনের মাধ্যমে ভোট দিতে উদ্বুদ্ধ করতে ময়মনসিংহে ইভিএম প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের টাউন হল চত্বরে মেলার উদ্বোধন করেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনু-বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন প্রমুখ। মেলায় ১০টি স্টলে ইভিএম মেশিন স্থাপন করে জনসাধারনের জন্য প্রদর্শন করা হয়। ভোট দানে অভ্যস্থ করতে ময়মনসিংহ পৌরসভার ৩ টি ওয়ার্ডের ভোটারদের পরীক্ষামুলক ভোট দেয়ার সুযোগ করে দেয়া হয়।