সহপাঠীকে উত্ত্যক্তের দায়ে এসএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শাওন হোসেন (১৭) নামে আরেক এসএসসি পরীক্ষার্থীকে এক মাসের জন্য কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

শাওন হোসেন সাটুরিয়া উপজেলার ব্রাহ্মণবাড়ির নুরু মিয়ার ছেলে।

শনিবার গভীর রাতে ওই ছাত্রীর ঘরে ঢুকে উত্ত্যক্ত করার চেষ্টাকালে এলাকাবাসী হাতেনাতে অভিযুক্ত শাওন আটক করে পুলিশে খবর দেয়।

রোববার সকালে শাওনকে এক মাসের জন্য কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে কুলসুম সম্পা।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে কুলসুম সম্পা জানান, শনিবার রাতে শাওন তার পাশের গ্রামের এক সহপাঠীকে উত্ত্যক্ত করে। এ সময় এলাকাবাসী তাকে আটক করে। পরে শাওন তার সহপাঠীকে উত্ত্যক্ত করার বিষয়টি স্বীকার করলে তাকে এক মাসের জন্য কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

Share this post

scroll to top