পৌষের শুরুতেও ঠান্ডার সেই ভাব টের পায়নি ময়মনসিংহবাসী। কিন্তু এই মাসের দিন কয়েক অতিবাহিত হওয়ার পরই সব কিছু পরিবর্তন হতে থাকে দ্রুত। তাপমাত্রা ১২ ডিগ্রিতেও চলে এসেছে কয়েকদিন। ৪ দিন পর গত ২২ ডিসেম্বর সূর্যের দেখা পেয়েছিলো ময়মনসিংহবাসী। গত ২ দিন সূর্যের সামান্য দেখা পেলেও শুক্রবার হতে আবার শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে। ফলে দেখা নাও মিলতে পারে সূর্যের।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল ময়মনসিংহসহ সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
শুক্রবার থেকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান জানান।
দেশের উত্তর-দক্ষিণাঞ্চল পূর্ব-পশ্চিমাঞ্চলসহ সারাদেশে গত সপ্তাহের শেষ দিকে শীতের দাপট ছিল। দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা ও যশোর এবং উত্তরের জেলা চুয়াডাঙ্গা, ও রাজশাহীতে তীব্র শীতের বেশ প্রভাব ছিল। ওই অঞ্চলে মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে। রোববার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, দিনাজপুরে ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস, বদলগাছিতে ৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস, ডিমলায় ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, রাজারহাটে ৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস, তাড়াশে ৮ ডিগ্রী সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহসহ সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৯টায় ময়মনসিংহের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ। ময়মনসিংহে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে। আগামীকাল ময়মনসিংহে সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।