ময়মনসিংহে অভিবাসী শ্রমিক আইন ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ লাইভ ডেস্ক : “বিদেশ যাব নিয়ম মেনে নিরাপদে, সফল হয়ে ফেরব দেশে মর্যাদার সাথে” এই শ্লোগানে বাংলাদেশ অভিবাসী শ্রমিক আইন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টি.টি.সি)’র হল রুমে  কর্মজীবী নারী প্রকল্পের পরিচালক রাহেলা রব্বনীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  টি.টি.সি’র অধ্যক্ষ প্রকৌঃ গিয়াস উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টু, আনন্দ মোহন কলেজের অধ্যাপক হুমায়ন কবির, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌঃ জহিরুল হক, যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক জুবায়ের আলী মিয়া, এড. আব্দুল আওয়াল প্রমুখ।

Share this post

scroll to top