ঠাকুরগাঁওয়ে মেয়ে হত্যার বিচারের দাবিতে রাজপথে এক মা

ঠাকুরগাঁওয়ে মেয়ে সুমনা হকের হত্যার বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন এক মা। আজ (শনিবার) বেলা এগারোটায় শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ (বড়মাঠ) থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেই মিছিলে ব্যনার হাতে নেতৃত্ব দেন নিহত সুমনা হকের মা মনা বেগম।

মিছিল শেষে শহরের চৌরাস্তায় অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এ সময় বন্ধ হয়ে যায় শহরের যান চলাচল। চার দিকে আটকা পরে শত শত যানবাহন। পরে জেলা প্রশাসক ড. কামরুজ্জামান বিক্ষোভ স্থলে এসে আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন। এসময় তার দেয়া বিচারের আশ্বাসে আজকের মতো আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা।
প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা এ বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন নিহত শিক্ষার্থী সুমনা হকের মা মনা বেগম, প্রফেসর মনতোষ কুমার দে, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সংস্কৃতিকর্মী সেতারা বেগম, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সালেহা খাতুন, শিক্ষার্থী লাকী আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বিকেলে নিখোঁজ হয় ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়ার বাসিন্দা জুয়েল রহমানের মেয়ে ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী সুমনা হক। চার দিন পর ১৯ ডিসেম্বর রাতে প্রতিবেশী ইয়াসিন হাবিব কনকের বাসার নির্মাণাধীন টয়লেট থেকে মাটিচাপা দেয়া অবস্থায় সুমনার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়াসিন হাবিব কনকের পুত্র ও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র রিয়াজ আহমেদ কাননকে আটক করেছে পুলিশ।

Share this post

scroll to top