কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত পেরিয়ে প্রেমের টানে বাংলাদেশে চলে আসার একদিন পর ভারতীয় কিশোরীকে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে বিজিবি।
সীমান্তবাসী সূত্রে জানা গেছে, প্রেমের টানে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার বসকোটাল গ্রামের নুর ইসলামের মেয়ে নুন্নাহার (১৫) বৃহস্পতিবার সন্ধ্যায় ৯৩৬ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশী প্রেমিক উপজেলার সীমান্তবর্তী কুরুষা ফেরুষা গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাগরের (১৮) বাড়িতে চলে আসে।
মেয়ে বাংলাদেশে চলে আসার ঘটনায় নুর ইসলাম বিএসএফের কাছে অভিযোগ দায়ের করে। ভারতীয় বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে প্রেমিকের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে বিজিবি। পরে শুক্রবার সন্ধ্যায় ৯৩৬ নম্বর পিলারে কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরীকে বিএসএফ’র কাছে ফেরত দেয়া হয়।
এ সময় ভারতীয় ৩৮ বিএসএফ বসকেটাল বিওপি’র পরিদর্শক কে আর সিংসহ ছয় সদস্যের প্রতিনিধি দল ও বাংলাদেশের পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি’র শিমুলবাড়ী ক্যাম্পের হাবিলদার আব্দুল আজিজসহ ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।