ময়মনসিংহের নতুন এসপি মোহা: আহমার উজ্জামান

মো. আব্দুল কাইয়ুম : বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খাগড়াছড়ির এসপি মোহা. আহমার উজ্জামানকে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে৷ একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদ মর্যাদার আরো ২৬ জন কর্মকর্তাকে বিভিন্নস্থানে নিযুক্ত করা হয়েছে। বিষয়টি ময়মনসিংহ লাইভকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

২০১৮ সালে পুলিশ বাহিনীর সদস্যগনের গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙখলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক “পিপিএম সেবায়” ভূষিত হয়েছেন।

মোহা: আহমার উজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রানিবিদ্যায় এমএসসি শেষ করে ২১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি পুলিশ বাহিনীতে সতত্য ও নিষ্ঠার সাথে একজন কর্মদক্ষ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share this post

scroll to top