দু’মাসের মধ্যে জাতীয় নির্বাচন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী দু’মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে। সকল অপশক্তিকে পরাজিত করে শেখ হাসিনার নেতৃত্বে ফের আ’লীগ সরকার গঠন করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্বাস্থ্য খাতের বিগত ১০ বছরের সাফল্য উদযাপন ও ভবিষ্যৎ উন্নয়ন রোডম্যাপের কর্মপরিকল্পনা’ বিষয়ক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সম্পদ সীমিত। এর মধ্যেই সরকার ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। সরকার টানা ১০ বছর ক্ষমতায় থাকায় সব খাতেই দৃশ্যমান উন্নয়ন হয়েছে। দীর্ঘমেয়াদে উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগকে ভোট দিয়ে ফের সরকার গঠনের সুযোগ করে দেয়ার সুযোগ এসেছে।

তিনি বলেন, পাকিস্তানের বুদ্ধিজীবীরা বাংলাদেশকে অনুসরণ করতে বলেছেন তাদের প্রধানমন্ত্রীকে। ভারতের নেহেরু দুই দশক সময় পেয়েছেন, সম্পদহীন সিঙ্গাপুরকে সমৃদ্ধ করতে লিকুয়াং ২৩ বছর ক্ষমতায় ছিলেন। মাহাথির প্রায় ২২ বছর ক্ষমতায় থেকে দেশকে উন্নতির শিখরে নিয়ে গেছেন।

নাসিম বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পাঁচ বছরে স্বাস্থ্য খাতকে উন্নত করতে, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নেয়ার চেষ্টা করেছি। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে কাজ করেছি। ভোটের আগে আরও ৭ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে গ্রামে পদায়ন করা হবে। তাদের অবশ্যই কমপক্ষে ৩ বছর গ্রামে থাকতে হবে। আরও সাড়ে ৫ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতের যথেষ্ট উন্নতি হয়েছে। এতে সন্তুষ্ট হলে চলবে না। স্বাস্থ্য বিভাগের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষ সন্তুষ্টি অর্জন করা যায়।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে করফারেন্সে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেউদ্দিন, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ।

এছাড়া কনফারেন্সে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএফপিও, আইএমও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের পরিচালকের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।

শ্রেষ্ঠ জেলা হাসপাতাল হিসেবে পাবনা, টাঙ্গাইল এবং ফেনী জেলা হাসপাতালকে পুরস্কৃত করা হয়। আটটি বিভাগের শ্রেষ্ঠ হাসপাতাল হিসেবে নেত্রকোনা, ঝিনাইদহ, হবিগঞ্জ, জয়পুরহাট, খাগড়াছড়ি, রাজবাড়ী, ঠাকুরগাঁও এবং ভোলার ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকেও পুরস্কৃত করা হয়। এর আগে স্বাস্থ্যমন্ত্রী শেরেবাংলা নগরে জাতীয় কিডনি হাসপাতাল পরিদর্শন করেন।

‘মইনুলের গ্রেফতারে রাজনীতি নেই’ : আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ব্যারিস্টার মইনুল হোসেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে নারী জাতিকে অপমান করে কথা বলার অপরাধের মামলায় গ্রেফতার হয়েছেন, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। মঙ্গলবার ধানমণ্ডির নিজ বাসভবনে আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাসিম বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে তো মামলা হয়েছে, মামলা ও আইনের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন। একটা কথা বলি, মইনুল সাহেব যেভাবে কথা বলেছেন, নারী জাতিকে যেভাবে অসম্মান করেছেন, কোনো সভ্য লোক এ কথা বলতে পারে না। এটার সবার নিন্দা করা উচিত এবং আইন সেটাই করেছে।

সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, জেপির মহাসচিব শেখ সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top