ইমরান হলেন ভারতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

ময়মনসিংহ লাইভ ডেস্ক : ভারতে নতুন হাই কমিশনার নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। ভারতে হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ ইমরান, যিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।

সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর স্থলাভিষিক্ত হলেন মুহাম্মদ ইমরান। ১৯৮৬ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ইমরান এর আগে কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছাড়াও জেদ্দা, বন, বার্লিন এবং অটোয়ায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

উজবেকিস্তানেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা এই কর্মকর্তা।

Share this post

scroll to top