রাজধানীতে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

রাজধানীর শ্যামপুর এলাকায় শনিবার রাতে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত মো. ইমরান হোসেন (৩৫) ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলু জানান, শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ইমরান ছাদ থেকে পড়ে যান।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। ইউএনবি।

Share this post

scroll to top