নাটোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে কাউছার হোসেন ও মিম খাতুন নামের দুই বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ সিংড়া পৌর শহরের দমদমা-হাড়িগাড়ায় বাড়ির পার্শ্বের একটি পরিত্যাক্ত পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

স্থানীয় ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সকালে শিশু দুটি সকলের অজান্তে বাড়ির পার্শ্বের জনৈক এন্তাজ আলীর একটি কচুরিপানা ভরপুর পরিত্যাক্ত পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরের কচুরিপানার মধ্যে একটি সেন্ডেল ভাসতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমাইয়া আকতার তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রতিবেশী ডলি বেগম জানান, শিশু কাউছার হোসেনের পিতা শামীম হোসেন একজন অন্ধ প্রতিবন্ধী ও অপর শিশু মিম খাতুন দিন মজুর মিঠন আলী ছোট মেয়ে। পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় সকলের অগোচরে তারা খেলার ফাকে পানিতে পড়ে যায়।
সিংড়া থানার ওসি নুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this post

scroll to top