রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শহরের উত্তর দিকে হাজি মোরে পাকা রাস্তার সাথেই দাঁড়িয়ে আছে বৃহৎ একটি শিমুল গাছ। দীর্ঘদিন ধরে গাছটি শুকিয়ে গেছে। সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি নেই গাছটির দিকে এমন অভিযোগ উপজেলার রাণীসাগর হাজীমোর এলাকার সচেতন মহলের।
তাদের অভিযোগ, দেশেরে অনেক বড় একটি সম্পদ ঐতিহ্যপূর্ন দিঘি রাণীসাগর যার ফলে রাস্তায় হাজারো দর্শনার্থী মানুষের চলাচল করতে দেখা যায়। ছোট বড় যানবাহনে চলাচলের এই রাস্তা দিয়েই যেতে হয় পুরোনো ঐতিহ্যবাহী রাণীসাগর দেখতে । আর এই রাস্তায় দিয়ে সাগরটি দেখতে প্রতি দিন শতশত মানুষের ভির দেখা যায় বলে জানান স্থানীয়রা। অথচ রাস্তার পাশে শত বছরের মরে থাকা শিমুল গাছটি এখনো দাঁড়িয়ে আছে, দেখার যে কেউ নেই । কোন সময় ঘটে যেতে পারে পথচারীদের উপর বড় কিছু প্রান নাশের মত ঘটনা জানালেন স্থানীয় এক দোকান্দার ।
সরেজমিনে গাছটি দেখলেই বুঝা যায়, শতাধিক বছরের পুরোনো শিমুল গাছটি মরে পাতা বিহীন শুকনো হয়ে গেছে। এমনকি গাছের গোড়ালীতে ধরেছে ফাঁটল। রাস্তার দিকে ঝুঁকে কাত হয়ে আছে। এমন অবস্থায় যে কোন সময় শিমুল গাছটি রাস্তার উপর পরে গিয়ে কেড়ে নিতে পারে কোনও নিঃপাপ দর্শনার্থীর জীবন। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জেলা পরিষদের সদস্য এখলাসুর রহমান লিটন বলেন, গাছটি কাঁটতে জেলা পরিষদে অবহিত করা হয়েছে এবং দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।