ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে শনিবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সকাল পৌনে ৭টার দিকে কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/৯-আর থেকে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার সোনাগাড়ী পাকা রাস্তার ওপর বাস তল্লাশি করে তাদের আটক করে। আটকদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন।
জিজ্ঞাসাবাদে আটকরা দাবি করেন, তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে গিয়েছিলেন।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ১২ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুন
রাজধানীর পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত রাষ্ট্র মালিকানাধীন পেট্রোবাংলার ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল ৯টা ২৬ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ভবনটির ১৪ ও ১৫ নম্বর ফ্লোরে আগুনের সূত্রপাত বলে জানি
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ হোসেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।