বুয়েটের আন্দোলন সমাপ্তি টানলেন শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর থেকেই আন্দোলনের মুখে অচল বিশ্ববিদ্যালয়টি। ৬ই অক্টোবর থেকে চলা এই আন্দোলনের সমাপ্তি টানলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এরমধ্যে প্রধান দাবি ছিলো অভিযুক্ত শিক্ষার্থীদের আজীবণ বহিষ্কার, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ১০ দাবি। তাদের সকল দাবি পুরণ হওয়ায় তারা এই আন্দোলনের সমাপ্তি টানলেন।

বুধবার আন্দোলনের মুখপাত্র মাহমুদুর রহমান এই ঘোষণা দেন। এসময় তিনি আরো বলেন, বুয়েটে যারা আবরার ফাহাদ হত্যারকান্ডের বিচার দাবিতে আন্দোলন করে আসছি তারা নিরপাত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, এই সপ্তাহে আমরা শিক্ষকদের সাথে বসে একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে কথা বলব।

উল্লেখ্য, গত ৬ই অক্টোবর শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে মৃত্যু হয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের। এরপর থেকেই আন্দোলনে অচল বুয়েট। বন্ধ সকল একাডেমিক কার্যক্রম।

Share this post

scroll to top