খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে শুয়ে পড়লেন বিএনপির নেতাকর্মীরা

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে হাইকোর্টের সামনে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী মিছিলটি নিয়ে হাইকোর্টের সামনে এসে সড়ক অবরোধ করেন। বিএনপি নেতাকর্মীরা এসময় রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করেন।

এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবীতে স্লোগান দিতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

Share this post

scroll to top