বাংলাদেশ স্বাধীন করতে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। দুই লাখ মা-বোনের সম্ভ্রম হারিয়েছে। হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট হয়েছে। ভাবা যায় সেই দেশে গণতন্ত্র, মানুষের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা নাই। গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রের দিকে যাত্রা করেছে এমন একটি দেশে আমরা বসবাস করছি বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে জিয়া পরিষদের উদ্যোগে ‘জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে ৭ নভেম্বরের চেতনায় : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ লুৎফর রহমান প্রমুখ।
শামসুজ্জামান দুদু বলেন, ‘‘বর্তমান দেশের সরকার যেমন নিয়ম মানে না, গণতন্ত্র মানে না। ঠিক তেমনই ঢাকা শহরটা হয়েছে। এটা একটি নির্দয় শহরে পরিণত হয়েছে। ইচ্ছা করলে আপনি আপনার মত করে চলতে পারবেন না।’’
কৃষক দলের আহ্বায়ক দুদুক বলেন, ‘‘আজকে এবং গতকালের গণমাধ্যমগুলো যদি দেখেন দেখবেন আমরা যাকে প্রধানমন্ত্রী হিসেবে চিনি যিনি প্রধানমন্ত্রীর দাবিদার তিনি ভারতকে সবকিছু দিয়ে দিয়েছেন কিন্তু ভারত তাকে যথাযথ সম্মান করছেন না। গতবার যখন তিনি (প্রধানমন্ত্রী) ভারতে গেছেন তখন ভারতের এক মহিলা যিনি প্রথম সংসদ সদস্য হয়েছেন সম্ভবত উপ-মন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে রিসিভ করছেন।’’
৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশে দ্বিতীয়বার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘‘বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা মানে দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধাকে বন্দি করে রাখা। তিনি হলেন ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের আত্মমর্যাদার চেতনা। দেশে যারা আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন তারা ৭ নভেম্বরের দিকে তাকান, বেগম খালেদা জিয়ার দিকে তাকান, তাহলে মর্যাদা কি জিনিস এটা বুঝতে পারবেন।’’