হিন্দুকে মাদরাসার সুপার করে ইসলামী শিক্ষাকে কলঙ্কিত করা হয়েছে

রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসার সুপার হিসেবে হিন্দু শিক্ষক উত্তম কুমারকে দায়িত্ব দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী সম্মেলনের বক্তারা। তারা বলেছেন, হিন্দুকে মাদরাসার সুপার করে মাদরাসা শিক্ষাকে কলঙ্কিত করা হয়েছে। এ সিদ্ধান্ত মুসলমানরা মেনে নেবে না। বক্তারা আরো বলেন, বর্তমানে আলেম ওলামা ও মসজিদ-মাদরাসা ধ্বংসে গভীর ষড়যন্ত্র চলছে। যেকোনো মূল্যে কুরআন সুন্নাহর এ মারকাজ মাদরাসা-মসজিদগুলো রক্ষা করতে হবে। অন্যথায় ইসলাম ও মুসলিম ঐতিহ্য রক্ষা করা কঠিন হয়ে যাবে।
রাজধানীর কামরাঙ্গীরচর হুসনুর কুরআন মাদরাসার উদ্যোগে গতকাল আয়োজিত ইসলামী সম্মেলনে ওলামায়ে কেরাম এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হুসনুর কুরআন মাদরাসার মোহতামিম মুফতি সুলতান মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মাওলানা ইমরান মাজহারী, মুফাসসিরে কুরআন মাওলানা মাঞ্জুর আফেন্দী, মাওলানা মাওলানা সুলাইমান নোমানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও মুফতি রেদওয়ানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।

Share this post

scroll to top