যুবলীগের চেয়ারম্যান হলেন শেখ ফজলে শামস পরশ

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নতুন কমিটির চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে। মনির দুই ছেলের মধ্যে পরশ বড়। ছোট ছেলে শেখ ফজলে নূর তাপস বর্তমান সংসদ সদস্য ।

দলীয় রাজনীতির অভিজ্ঞতা না থাকলেও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি হিসেবে পরশ আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের আস্থাভাজন।

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম প্রধান গেরিলা বাহিনী মুজিব বাহিনী তার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত এবং পরিচালিত হয়।

গত ১০ বছর ধরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন পরশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকেও ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার দিন তার বাবা-মা প্রাণ হারান।

Share this post

scroll to top