স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে সমালোচনা বন্ধ করে খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে ঝাপিয়ে পড়তে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, বিএনপি রাজপথে প্রকাশ্য আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলতে হবে। শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সাবেক এমপি নুরজাহান ইয়াসমিন, জেলা যুবদল সভাপতি রোকনুজ্জামান সরকার রুকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আলম খসরু, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনসহ জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।