গভীর রাতে লবণ কিনতে উপচে পড়া ভিড়

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শহরসহ আউশকান্দি বাজারে মুদির দোকানে লবণ বিক্রির হিড়িক চলছে। সোমবার রাত ১০টায় নবীগঞ্জ শহরের হঠাৎ করে বিভিন্ন মুদির দোকানে লবণ কিনতে ভিড় করছেন স্থানীয়রা।

এনিয়ে জনমনে আলোচনা সমালোচনার ঝড় চলছে। মুদির দোকানে হঠাৎ করে লবণ কিনতে সাধারণ মানুষের ভিড় দেখা গেলে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

সরেজমিনে নবীগঞ্জ শহরের বিভিন্ন মুদির দোকানে গিয়ে দেখা যায়, দোকানের সামনে লবণ কিনতে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন।

এত রাতে লাইনে দাঁড়িয়ে লবণ কেন কেনা হচ্ছে জানতে চাইলে ক্রেতারা জানান, শুনেছি লবণের দাম বেড়েছে। প্রতি কেজি ১২০ টাকা হতে পারে সকালে। এজন্য রাতেই লবণ কিনতে এসেছি। বেশ কয়েকজনকে ৮/১০ কেজি করে লবণ কিনতেও দেখা যায়।

পেঁয়াজের পর লবণের দাম বাড়তে পারে এমন গুজব উড়ছে নবীগঞ্জ জুড়ে। যে কারণে লবণ কিনে রাখছেন স্থানীয়রা।

এদিকে, আউশকান্দি বাজারে মুদির দোকানগুলোতেও লবণ বিক্রির হিড়িক পরেছে। দোকানিরা প্রতি কেজি মোল্লা সল্ট ৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

এব্যাপারে জানতে চাইলে মুদি দোকানের ব্যবসায়ীরা জানান, লবণের কোনো দাম বাড়েনি। লবণের প্যাকেটের গায়েই মূল্য নির্ধারাণ করা আছে। লবণের দাম বাড়ার বিষয়টি গুজব বলে মনে করছেন নানা শ্রেণী পেশার মানুষ।

Share this post

scroll to top