সাধারণত লাল বলেই খেলা হয় টেস্ট ক্রিকেট। সীমিত ওভারের ডে-নাইট ম্যাচে সাদা বল ব্যবহৃত হয়। তাহলে দিন-রাতের টেস্টে সাদা বলের ব্যবহার হলো না কেন? গোলাপি বলকেই কেন বেছে নেয়া হলো?
তথ্যাভিজ্ঞ মহলের বিশ্লেষণ, ‘সকালে সব থেকে ভালো দেখা যায় লাল বল। তাতেই খেলা হয় দিনের টেস্ট ম্যাচ। কিন্তু সন্ধ্যা বা রাতে সাদা বলের দৃশ্যমানতা সবচেয়ে ভালো। কিন্তু দিন-রাতের টেস্টে ক্রিকেটাররা সাদা পোশাক পরে থাকেন বলে একই রঙয়ের বল ব্যবহারে সমস্যা রয়েছে। তাই বেছে নেয়া হয়েছে লাল ও সাদার মধ্যবর্তী রঙ গোলাপিকে।
সমীক্ষায় দেখা গেছে, দিন-রাতের টেস্টে দৃশ্যমানতার ক্ষেত্রে গোলাপি বলই এগিয়ে।টেস্ট ম্যাচে একটা বলে খেলা হতে পারে ৮০ ওভার। তারপর বোলিং পক্ষের অধিনায়ক ফের নতুন বল নিতে পারেন। তাই একদিনের ক্রিকেটের তুলনায় টেস্ট ক্রিকেটে ব্যবহৃত বল তৈরি করা হয় দীর্ঘতর সময় দৃশ্যমানতা ঠিক রাখার উদ্দেশ্য নিয়ে। সাদা বল দ্রুত ময়লা হয়ে যায়। তাই দিন-রাতের টেস্টে গোলাপি বলই ব্যবহার করার সিদ্ধান্ত নেয় আইসিসি। এই বলে প্রথম দিন-রাতের টেস্ট খেলা হয় অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৫ সালে। আয়োজক দেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত মোট ১১টি ‘গোলাপি টেস্ট’ খেলা হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা দিন-রাতের টেস্ট খেলেছে। তবে কলকাতাতেই এই স্বাদ প্রথম পাবে ভারত ও বাংলাদেশ।
বিসিসিআই’য়ের সভাপতি নির্বাচিত হয়েই গোলাপি বলে টেস্ট খেলার সিদ্ধান্ত নেন সৌরভ গাঙ্গুলি। তার আমলেই ভারতের মাটিতে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘গোলাপি টেস্ট’। আগামী ২২-২৬ নভেম্বর ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও ভারতের মধ্যে দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হবে।