ইন্দোর টেস্টে পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। হাতছানি দিচ্ছে ইনিংস পরাজয়ের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৫ রানেই প্রথম সারির ৬ উইকেট নেই বাংলাদেশের। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। বাকী আছে আরো দু’দিন। এখন পরাজয় শুধূ অপেক্ষার ব্যাপার।
মুশফিকুর রহিম (৩৫) ও মেহেদি হাসান মিরাজ (০) রানে ক্রিজে রয়েছেন।
৩৪৩ রানের লিড নিয়ে গতকাল টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। এরপর শনিবার তৃতীয় দিন আর ব্যাট করতে নামেনি বিরাট কোহলির দল। গতকালের ৬ উইকেটে ৪৯৩ রান নিয়েই ইনিংস ঘোষণা করেছেন ভারতীয় অধিনায়ক। ইন্দোরে ভারত বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ সবাই যখন ধারণা করছিল যে, তৃতীয় দিন ভারত তাদের লিডটাকে আরো বড় করবে। তখন আচমকাই ইনিংস ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক।
যার ফলে কঠিন এক পরিস্থিতিতে শনিবার সকালে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এই টেস্টে ইতিবাচক ফল আনতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে মুমিনুল বাহিনীকে। এখনো পুরো তিনটি দিন বাকি এই ম্যাচের। এমন পরিস্থিতি মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসের মতোই অদূরর্শীতার পরিচয় দিলো বাংলাদেশী ব্যাটসম্যানরা।
দলীয় ১০ রানের মাথায় ইমরুল কায়েস ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফেরেন। ১৬ রানের মাথঅয় ৬ রান করে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৩৭ রানের মাথায় ব্যক্তিগত ৭ রানে ফেরেন মুমিনুল হক। ৪৪ রানের মাথায় ১৮ রান করে ফেরেন মোহাম্মদ মিথুন। ৭২ রানের মাথায় ১৫ রান করে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। ষষ্ঠ উইকেটে মুশফিক-লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও জুটি বড় করতে পারেননি। ৬৩ রানে ভাঙে দু’জনের জুটি। ১৩৫ রানের মাথায় ৩৫ রান করে লিটন ফিরলে জুটি ভাঙে।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ সবকয়টি উইকেট হারিয়ে ১৫০ রান। ভারতের সংগ্রহ ১১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৯৩ রান।