আবুল বাশার মিরাজ : বিশ্বায়নের এ যুগে আজ আর কোনো জাতির সংস্কৃতিই আমাদের কাছে অপরিচিত নয়। বিশ্বায়নের ছোঁয়ায় সংস্কৃতির লেনদেন হচ্ছে। কিন্তু অন্যের সংস্কৃতি আমরা যতটা গ্রহণ করছি, আমাদের বাংলাদেশের ভাষা ও সংস্কৃতিকে সেভাবে বিদেশীদের কাছে তুলে ধরতে পারছি না। এবার এ কাজটিই করবে আমাল ফাউন্ডেশন। সম্প্রতি আমাল ফাউন্ডেশন এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর বাংলা ল্যাংগুয়েজ ইন্সটিটিউট সম্মিলিত ভাবে বাংলা ভাষাকে বৈশ্বিক স¤প্রসারণের উদ্যাগে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছেন।
আর বিশ্বের অল্প সংখ্যক ইন্সটিটিউট যারা বাংলা ভাষাকে বিদেশী ভাষা হিসেবে বিভিন্ন বিদেশী শিক্ষার্থী, গবেষক, স্কলার, ডিপ্লোমেটস, ব্যাবসায়ী ও বাংলা শিখতে আগ্রহী যারা তাদের শিখিয়ে থাকেন, বি.এল.আই. তার মধ্যে অন্যতম। আমাল ফাউন্ডেশনও বাংলা ভাষার সংরক্ষণ ও স¤প্রসারণ নিয়ে কাজ করতে আগ্রহী। তাই এখন থেকে আমাল এবং বি.এল.আই. যৌথ ভাবে কাজ করবে বাংলা ভাষা ও সাহিত্যকে বৈশ্বিক স¤প্রসারণের জন্য।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইশরাত করিম ইভ, বিএলআই এর হেড মুনমুন রিফাত ও দুই প্রতিষ্ঠানের সদস্যরা। এ বিষয়ে জানতে চাইলে আমাল ফাউন্ডেশনের পরিচালক ইশরাত করিম ইভ বলেন, ‘বাংলা ভাষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আমরা বিএল আই এর সাথে একসাথে কাজ করবো। এতে বিদেশীরা আমাদের দেশের বাংলা ভাষা, শিল্প-সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। তখন তারা উৎসাহী হয়ে খোঁজ করবে, এখানে আরও কী কী আছে। যেমন– চলচ্চিত্র বা সাহিত্য। তারা এগুলো আস্বাদন করার জন্য আমাদের বাংলা ভাষা শিখতে আগ্রহী হবে।’