ময়মনসিংহে পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ১৩ উপজেলায় আগামী ১৭ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিবে মোট ১ লাখ দুই হাজার ৫২৪ জন শিক্ষার্থী। তবে এবারের পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি।

জানা যায়, পিএসসি পরীক্ষায় এ বছর ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার ২৬০ টি কেন্দ্রে মোট ৮৮ হাজার ৭৪৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে যাদের মধ্যে ছাত্র ৩৯ হাজার ৭৮৬ জন ও ছাত্রী ৪৮ হাজার ৯৫৮জন। অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায়  মোট ১৩ হাজার ৭৮০জন অংশ নিবে যাদের মধ্যে ৭হাজার ১৫৭জন ছাত্র এবং ৬ হাজার ৬২৩ জন ছাত্রী। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ছাত্রীর চেয়ে ছাত্রের সংখ্যা ৫৩৪জন বেশী।

একনজরে পরীক্ষার্থীর চার্ট দেখে নিন

উপজেলার নাম পরীক্ষার নাম মোট পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা
ময়মনসিংহ সদর পিএসসি ১২০৮০ ৫৬৭৮ ৬৪০২
ময়মনসিংহ সদর ইবতেদায়ী ৭৬৭ ৩৯৯ ৩৬৮
ঈশ্বরগঞ্জ পিএসসি ৬৬৭৯ ২৮৭৫ ৩৮০৪
ঈশ্বরগঞ্জ ইবতেদায়ী ৯৩৯ ৪৯০ ৪৪৯
নান্দাইল পিএসসি ৭৫২৩ ৩২৫০ ৪২৭৩
নান্দাইল ইবতেদায়ী ৬৪৩ ৩১৪ ৩২৯
গৌরীপুর পিএসসি ৬১৭৮ ২৮৮১ ৩২৯৭
গৌরীপুর ইবতেদায়ী ৬৪০ ৩৭৬ ২৬৪
ফুলপুর পিএসসি ৪৮৫৬ ২০৮৯ ২৭৬৭
ফুলপুর ইবতেদায়ী ৭৮০ ৩৮০ ৪০০
তারাকান্দা পিএসসি ৫৫৪৭ ২৪১৯ ৩১২৮
তারাকান্দা ইবতেদায়ী ১৭২৮ ৮৯৭ ৮৩১
হালুয়াঘাট পিএসসি ৫৫০৮ ২৪৮২ ৩০২৬
হালুয়াঘাট ইবতেদায়ী ৬৬৫ ৩৫৯ ৩০৬
মুক্তাগাছা পিএসসি ৫৬৮৭ ২৬৬৬ ৩০২১
মুক্তাগাছা ইবতেদায়ী ৯১০ ৪১৫ ৪৯৫
ফুলবাড়িয়া পিএসসি ৭৮৪০ ৩৪০৭ ৪৪৩৩
ফুলবাড়িয়া ইবতেদায়ী ১৭৬৫ ৯৬৩ ৮০২
ত্রিশাল পিএসসি ৭৬৯৮ ৩৪০৯ ৪২৮৯
ত্রিশাল ইবতেদায়ী ১৭২৪ ৮৮০ ৮৪৪
ভালুকা পিএসসি ৭৯৯৭ ৩৬৮৩ ৪৩১৪
ভালুকা ইবতেদায়ী ১১৮৮ ৬৭২ ৫১৬
গফরগাঁও পিএসসি ৮৪৩২ ৩৮৪১ ৪৫৯১
গফরগাঁও ইবতেদায়ী ১৫৩৪ ৭৫৯ ৭৭৫
ধোবাউড়া পিএসসি ২৭১৯ ১১০৬ ১৬১৩
ধোবাউড়া ইবতেদায়ী ৪৯৭ ২৫৩ ২৪৪
১৩ উপজেলায় পিএসসি ও ইবতেদায়ীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০২৫২৪ জন।

পিএসসিতে মোট পরীক্ষার্থী= ৮৮৭৪৪ জন

ইবতেদায়ীদে মোট পরীক্ষার্থী= ১৩৭৮০ জন

 

১০২৫২৪

৪৬৯৪৩ ৫৫৫৮১
পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে ৮৬৩৮ জন ছাত্রী বেশি

Share this post

scroll to top