বাগেরহাটে ঘুর্ণিঝড় ‘বুলবুল–এর তাণ্ডবের সময়ে গাছের চাপায় ২ জন নিহত হয়েছে। এ সময়ে বাগেরহাটের ৯ উপজেলায় কয়েক হাজার ঘর-বাড়ী গাছ পড়ে ভেঙ্গে গেছে। কোথাও কোথাও ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। ভেসে গেছে চিংড়ি ঘের। ক্ষতিগ্রস্থ হয়েছে হাজার হাজার হেক্টর জমির ফসল।
বাগেরহাট কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম জানান, বুলবুল ঝড়ের প্রবল বাতাসের সময়ে ঘরের উপর গাছ পড়ে বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্যালিকা শামিয়া আক্তার (১৫) ও ফকিরহাটের বেতাগার চাকুলী গ্রামের মাসুম শেখের স্ত্রী হীরা বেগম (২৭) নিহত হয়েছে।
এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময়ে বাগেরহাটের ৩৫ হাজার ৫শত ২৯ হেক্টর ফসলি জমির ফসল বিনষ্ট হয়েছে। এছাড়া ১২শত ২৪ হেক্টর মৎস্য ঘেরের মাছ ভেসে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।