সাগরে মাছ ধরার ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে ১১শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের নারিকেল বাড়ীয়া এলাকায় এফবি তরিকুল নামে একটি মাছধরার ট্রলার নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ট্রালারে থাকা ১৫ জেলে নিখোঁজ হয়েছে। তবে ট্রলার নিখোঁজ হওয়ার ঘটনায় ঘটনাস্থলের পার্শ্ববর্তী অবস্থানে থাকা একটি ট্রলারের জেলেরা ছগির নামের এক জেলেকে উদ্ধার করেছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে বরগুনা জেলা মৎম্যসজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বরগুনার নজরুল ইসলামের মালিকানাধীন ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয় সাগরে নিখোঁজ হয়।

ট্রলার মালিক নজরুল ইসলামের বরাত দিয়ে ট্রলার মালিক সমিতির সভাপতি জানান, সুন্দরবন সংলগ্ন নারিকেল বাড়ীয়া এলাকায় মাছধরার সময় হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়। কিছুক্ষণ পরে পার্শ্ববর্তী এফবি গাজী নামের ট্রলারের জেলেরা ছগির নামের এক জেলেকে উদ্ধার করতে পারলেও বাকি ১৫ জেলেকে উদ্ধার করে নিয়ে আসতে পারেনি।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরের দিকে অপর একটি ট্রলার নিয়ে উদ্ধার হওয়া ছগিরসহ ঘটনাস্থলে গিয়ে ওই ইঞ্জিন বিকল হওয়া ১৫ জেলেকে খুঁজে পাওয়া যায়নি। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বিকল হওযা ট্রলার নিয়ে চিন্তিত রয়েছেন তারা।

Share this post

scroll to top