ময়মনসিংহে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরন করলেন রেঞ্জ ডিআইজি নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ আগের আইনের চেয়ে শাস্তি ও অর্থ দন্ড অনেক বেশী, মানুষ যদি এই আইনটি মান্য করে তা হলে সড়কে শৃংখলা ফিরে আসবে এমন মন্তব্য করে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, আগামী সপ্তাহ থেকে নতুন এই আইনটি কার্যকর করার জন্য চেষ্টা করবো।
নতুন একটা আইন হলে তার সম্পর্কে জনগনকে জানতে হবে। যারা গাড়ি ব্যবহার করে এবং রাস্তায় যেসব গনপরিবহন আছে সেই সব পরিবহন মালিক-শ্রমিককে জানানোর জন্য পুলিশের এই সচেতনতা মূলক কার্যক্রম এবং প্রচারণা। আপনারা যদি নতুন সড়ক পরিবহন আইনটি সবাই মেনে চলেন তা হলে প্রয়োগ করার প্রয়োজন হবেনা।
ময়মনসিংহে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ সর্ম্পকে জেলা পুলিশের আয়োজনে জনসাধারনকে সচেতন করতে বৃহস্পতিবার সকালে নগরীর পাটগুদাম বাস স্ট্যান্ডে লিফলেট বিতরন কার্যক্রম উদ্বোধনকালে রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এসব কথা বলেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী, আল-আমীন ও ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাস, ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকসা চালকসহ পথচারীকে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ সর্ম্পকে জানার জন্য তাদের হাতে লিফলেট তুলে দিয়েছেনরেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার । ময়মনসিংহ জেলা পুলিশের সচেতনতামূল লিফলেট বিতরন কার্যক্রম এক সপ্তাহব্যাপী সময়কাল চলবে বলেও এ সময় পুলিশ জানিয়েছেন। সূত্র: রাইজিংবিডি